জেলা পরিষদ নির্বাচনে রাণীশংকৈল থেকে স্বপন বিজয়ী


উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল প্রকাশের সময় : ১৭/১০/২০২২, ৮:৪৬ অপরাহ্ণ / ৮৮
জেলা পরিষদ নির্বাচনে রাণীশংকৈল থেকে স্বপন বিজয়ী

জেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপুর্নভাগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাণীশংকৈল-৪ নম্বর ওর্য়াড (ঠাকুরগাঁও ) থেকে সদস্য পদে ৯৬ ভোট পেয়ে আব্দুল বাতেন স্বপন (তালা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৯ ভোট।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম রাণীশংকৈল উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন থেকে মাইকে এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া মহিলা সদস্য পদে সংরক্ষিত—২ (পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর) আসনে মোছাঃ সাবিনা ইয়াসমীন রিপা (ফুটবল) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সেতারা হক (টেবিলঘড়ি) পেয়েছেন ১৩৮ ভোট পেয়েছেন।

আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ন্ত্রণে ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল প্রমূখ। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায়র কর্মরত সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে কোন প্রতিদ্বন্দি না থাকায় ইতিপূর্বে জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী চেয়ারম্যান নির্বাচিত হন।

পত্রিকা একাত্তর / আনোয়ার হোসেন আকাশ