নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১৬ ভোটের ব্যবধানে জয়লাভ করে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ্যাড. মমতাজুল হক। তিনি লড়েছেন আনারস প্রতীক নিয়ে।
সোমবার (১৭ই অক্টোবর) দুপুরে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নীলফামারী জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন। সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ২টা অব্ধি জেলার ৬ উপজেলার ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মমতাজুল হক আনারস প্রতীকে ৫’শত ৩৪টি ভোট পান। তার বিপরীতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩’শত ১৮টি ভোট। এ্যাড. মমতাজুল হক ২১৬ ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় বেসরকারিভাবে নির্বাচিত করা হয় তাকে।
উল্লেখ্য, জেলার ৬টি উপজেলার ৬টি ভোটকেন্দ্রে মোট ৮৫৭ জন জনপ্রতিনিধি জেলা পরিষদ নির্বাচনের ভোটার হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। এরমধ্যে ৮৫২টি ভোট বৈধ বলে গণ্য হয়।
পত্রিকা একাত্তর /রিশাদ