আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নীলফামারী জেলা পরিষদ নির্বাচন। এতে ২নং ওয়ার্ড (ডোমার উপজেলা) থেকে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রতিদ্বন্দ্বিতায় সেরা প্রমাণের লড়াই।
জেলা পরিষদের ২নং ওয়ার্ডের (ডোমার উপজেলা) সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—মিজানুর রহমান মিজান (টিউবওয়েল প্রতীক), মনজুর আহমেদ ডন (অটোরিক্সা প্রতীক) ও আতাউর রহমান সাজু (তালা প্রতীক)।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মিজানুর রহমান মিজান গত মেয়াদের সাধারণ সদস্য। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনজুর আহমেদ ডন বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়া আতাউর রহমান সাজুও জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর থেকে শুরু হয়েছে ভোটারদের কাছে মূল্যবান ভোট প্রার্থনা করার লড়াই। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে সাধারণ সদস্য পদে অংশগ্রহণকারী তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সশরীরে উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিদের কাছে নিজের ইশতেহার ও প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা।
এবিষয়ে প্রার্থী মনজুর আহমেদ ডনের সাথে কথা হলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলা পরিষদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় ডোমার উপজেলার জনসাধারণ ও জনপ্রতিনিধিদের কল্যাণে কাজ করতে চাই। সবার সুখে-দুঃখে থেকে ডোমার উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরের একজন অংশীদার হতে চাই।
আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান মিজান বলেন, আমি গত মেয়াদে জেলা পরিষদের সদস্য ছিলাম। ডোমারবাসীর জন্য কাজ করেছি। আগামীতেও সেই ধারা অব্যাহত রাখতে চাই। ভোটারদের ভোটে নির্বাচিত হবো বলে আশাবাদী।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে ডোমার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের ১৩০ জনের একজন মৃত্যুবরণ করায় ১২৯ জন, পৌরসভার ১৩ জন ও উপজেলা পরিষদের ৩ জন সহ মোট ১৪৫ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হবে আগামী পাঁচ বছর মেয়াদী জেলা পরিষদের ভোটগ্রহণ।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :