ডোমারে পাটচাষিদের মাঝে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১২/১০/২০২২, ৯:৩৭ অপরাহ্ণ / ৭২
ডোমারে পাটচাষিদের মাঝে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলায় দুই শতাধিক চাষীর মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ই অক্টোবর) দুপুরে ডোমার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ডোমার পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার ২’শত পাটচাষীর মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, অফিস সহকারী মো. সাইফুল ইসলাম প্রমূখ।

পত্রিকা একাত্তর / রিশাদ