বাল্যবিবাহ, সহিংসতা, মাদকাসক্তি রোধ ও সমাজে সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমারে উঠান বৈঠক করেছে ‘ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’।
বুধবার (১২ই অক্টোবর) দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা পূর্বপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমানের বাসভবনে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নীলফামারী জেলা শাখা আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম হাবীব মর্তুজা। এতে সভাপতিত্ব করেন—ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা সভাপতি আশরাফুল ইসলাম।
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন—ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অফিস প্রশাসন বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ মৃধা, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এবং স্থানীয় ইউপি সদস্য বজলার রহমান প্রমূখ।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :