শারদীয় দুর্গোৎসব শেষে প্রথম পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপূজা পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। যা তাদের অন্যতম ধর্মীয় উৎসব। নীলফামারীর ডোমারেও অনুষ্ঠিত হয়েছে সনাতনীদের কোজাগরী লক্ষ্মীপূজা।
রোববার (৯ই অক্টোবর) ডোমার উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্যের প্রতীক দেবী লক্ষ্মীর পূজা-অর্চনার পাশাপাশি ঘরবাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকা হয়। এছাড়া সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজায় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন তারা।
পঞ্জিকা অনুযায়ী, গতকাল শনিবার (৮ই অক্টোবর) দিবাগত রাত ৪টা ১ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হয়। আজ দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে এই তিথি শেষ হবে। লক্ষ্মীপূজায় অনেক হিন্দু নারী উপবাসব্রত পালন করেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে পূজা গ্রহণ করতে আসেন। সে কারণে হিন্দুদের ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপূজা হয়। লক্ষ্মী দেবী দ্বিভুজা ও তার বাহন প্যাঁচা এবং হাতে থাকে শস্যের ভাণ্ডার।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :