পটুয়াখালীর বদরপুরে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে

উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী সদর

১ মে, ২০২২, ১ year আগে

পটুয়াখালীর বদরপুরে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে

আফগানিস্থান, বুলগেরিয়া ও নাইজিরিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারনে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামে আজ রবিবার ০১ মে পালন করেছে পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর।

প্রতি বছরের ন্যায় পটুয়াখালীর বদরপুর দরগাহ শরীফ জামে মসজিদে সকাল ১০টায় ঈদ-উল-ফিতর প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি।

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি জানান,আফগানস্থান, বুলগেরিয়া ও নাইজিরিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারনে বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে একই দিনে আমরা রোজা, ঈদুল-ফিতর ও ঈদুল-আযহা পালন করে থাকি।

প্রায় ৮২ বছর ধরে তা চলে আসছে। এ জন্য নামাজ শেষে ঈদ পালন করতে খুশীতে মাতোয়ারা। নামাজ শেষে তারা একে অপরের সাথে কোলাকোলি করেন। এরা সকলে বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।

পত্রিকা একাত্তর / মিজানুর রহমান অপু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news