২১ জুলাই নড়াইল জেলা ছাত্রলীগের সম্মেলন

নড়াইল জেলা প্রতিনিধি

২০ জুলাই, ২০২২, ১ year আগে

২১ জুলাই নড়াইল জেলা ছাত্রলীগের সম্মেলন

বৃহস্পতিবার (২১জুলাই) নড়াইলের সুলতান মঞ্চে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবার কথা থাকলেও অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে মাইনাস করেই সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। এ অভিযোগ করেছেন সয়ং জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম এবং সাধারন সম্পাদক রাকিবুজ্জমান পলাশ।

তাদের অভিযোগ, জেলা ছাত্রলীগের সম্মেলনের ব্যানারে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নাম নেই। আমরাই জেলা ছাত্রলীগের অভিভাবক কিন্তু সম্মেলনের ব্যাপারে আমাদের সাথে কোনো সমন্বয় করা হচ্ছেনা। ১ জুলাই সম্মেলনের তারিখ ঘোষণার পর ছাত্রলীগের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়।

সভাপতি ও সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশি ৭জন মাঠে-ময়দানে এবং কেন্দ্র দৌড় ঝাপ শুরু করলেও এখন সেটি কিছুটা হলেও ম্লান হতে চলেছে। এবার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের দাবি ছিল সম্মেলনের মাধ্যমে পরীক্ষিত, সৎ, সাহসি ও যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে।

কিন্তু এখন প্রশ্ন উঠেছে এ সম্মেলন সেই আশা পূরণ করতে পারবেতো ? দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের আওতাধীন ৯টির মধ্যে বেশ কয়েকটি ইউনিট এবং অধিকাংশ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন ছাড়াই হটাৎ করে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগে জানান, ১জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে ২১জুলাই নড়াইল জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

আমরা সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে ঢাকায় গিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে দেখা করে বিভিন্ন গাইডলাইন এবং অতিথিদের তালিকা চেয়েছি। আর একদিন পরই সম্মেলন। অথচ আমাদের বাদ দিয়েই সবকিছু করা হচ্ছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জমান পলাশ জাগো নিউজকে বলেন, সম্মেলন ব্যর্থ হলে তার দায়ভার আমাদের। কেন্দ্র আমাদের শাস্তি দিবেন। জেলা ছাত্রলীগের সাবেক কয়েক সভাপতি ও সাধারণ সম্পাদকদের এতো উৎসাহ কেন ? জেলা ছাত্রলীগের সম্মেলন অথচ আমি কিছু জানিনা।

সম্মেলনের একটি ব্যনার চোখে পড়েছে, সেখানে আমার নাম নেই। ছাত্রলীগের মধ্যে কোন গ্রুপং নেই। আমাদের ওপর ব্যক্তি আক্রসের কারণে এটা করা হয়েছে। আমার প্রশ্ন আমরা নতুন প্রজন্মকে কি শেখাচ্ছি! এ প্রসঙ্গে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের বিগত কমিটির কয়েক শীর্ষ নেতার নোংরামি এবং হস্তক্ষেপের কারণে ছাত্রলীগের বর্ধিত সভাসহ ২শ ২৫জন কাউন্সিলরের তালিকা করতে পারিনি।

সম্মেলন সফল করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে দেখা করেছি এবং কারা অতিথি হিসেবে থাকবেন এ বিষয়ে তাদের সাথে কথা বলেছি। কিন্তু তারা অতিথির বিষয়টি অবগত নন বলে জানান। সুলতান মঞ্চে সম্মেলনের স্টেজসহ আনুসঙ্গিক কাজ শুরু হলেও তা আমরা জানিনা।

সম্মেলন সফল করতে বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের সাথে যোগাযোগের কথা বললেও তা মিথ্যা। নড়াইলের ইতিহাসে এবারই প্রথম একটি বিতর্কিত সম্মেলন হতে যাচ্ছে বলে তিনি মনে করেন। ফেসবুকে সম্মেলনের একটি ব্যানার নজরে এসেছে, সেখানে প্রধান অতিথি হিসেবে রয়েছে মাহবুব উল আলম হানিফ।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সভায় সভাপতিত্ব করবেন। নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান পলাশের নাম নেই।

এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন বলেন, ২১জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনো তৎপরতা ছিল না। ১২জুলাই নড়াইল জেলা ছাত্রলীগের বিগত ৫টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বসে সম্মেলনকে সফল করতে মতবিনিময় করেন।

এ লক্ষ্যে ১৩ জুলাই সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে তাদের ফোন দিলেও তারা আসেননি। সম্মেলনের প্রস্তুতি এগিয়ে চলেছে। আমরা আশাবাদি তারাই সম্মেলন সফল করবে। তাদের সহযোগিতা করছি মাত্র। ব্যানারে সাধারণ সম্পাদকের নাম না থাকার বিষয়ে বলেন, এই ব্যানারটি কেন্দ্র থেকে পাঠানো হয়েছে।

তবে ইদানিং কেন্দ্রীয় অনেক অনুষ্ঠানের ব্যানারে সঞ্চালক ও সাধারণ সম্পাদকের নাম থাকে না। এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজ খান মিলন বলেন, ২১জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলনকে এগিয়ে নিতে আমরা বিগত কমিটির কিছু সিনিয়র নেতৃবৃন্দ বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বসেছিলাম।

আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আগোছালোভাবে সম্মেলন করতে চাই না বলে সম্মেলনকে সফল করতে কাজ এগিয়ে চলেছে। তাদের সাথে যোগাযোগও রয়েছে। তাদের কিছু মান-অভিমান, দুঃখ-বেদনা, বিবাদ থাকতে পারে তবে আমি এক’শ ভাগ বিশ্বাস করি সম্মেলন তাদের হাত ধরেই সম্পন্ন হবে।

পত্রিকাএকাত্তর /হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news