পটুয়াখালী সদর উপজেলাধীন নবগঠিত ১৪ নং মৌকরণ ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদ উদ্বোধন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই, সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য এড. মোঃ জামাল হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল। এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মৌকরণ ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই মৌকরণ ইউনিয়নটি পূর্বে সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত ছিল। গত ১৫ জুন নির্বাচনের মাধ্য দিয়ে এই ইউনিয়নটি নবগঠিত হয়েছে। এই নবগঠিত ইউনিয়নের ভোটার সংখ্যা ৯,৯৭৬ জন।
পত্রিকা একাত্তর / মিজানুর রহমান অপু