ঠাকুরগাঁও পীরগঞ্জে আদিবাসীদের সাথে সাংবাদিকদের সভা


স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ১২/১০/২০২২, ২:১৭ অপরাহ্ণ / ১১৩
ঠাকুরগাঁও পীরগঞ্জে আদিবাসীদের সাথে সাংবাদিকদের সভা

ঠাকুরগাঁও পীরগঞ্জে দলিত ও আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ( ১২ অক্টোবর) বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রেমদীপ প্রকল্পের উপজেলা অফিসে এ সভা অনুষ্ঠিত হয় ।

ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার মোঃ সুজন খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী। প্রকল্পের ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার রওশন জামান চৌধুরী, উপজেলা ম্যানেজার অরুণ চন্দ্রশীল,

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন কে রানা, সাংবাদিক দেলোয়ার হোসেন দুলাল , বুলবুল আহাম্মেদ, মনসুর আহাম্মেদ, কাজী মোঃ আজিজুল হক,নূরনবী রান, আব্দুল আলিম, মামুনুর রশীদ মিন্টু, বাদল হোসেন, দিপেনদ্র নাথ রায়,বিষ্ণু পদ রায়,দলিত নেতা, আদিবাসী নতা উন্নয়ন ফোরামের সহসভাপতি কাচেন্দ নাথ ঋষি, সদস্য মিথুয়েল মুরমু ,রিপন মুরমু প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং দলিত ও আদিবাসীরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বসবাসকারী দলিত ও আদিবাসীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ে মতামত প্রকাশ করা হয় এবং দলিত ও আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের আহবান জানানো হয়। দলিত আদিবাসি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও উন্নয়ন মূলক কাযক্রমের উপর স্বাগত বক্তব্য প্রকল্পের ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার রওশন জামান চৌধুরী।

পত্রিকা একাত্তর / আব্দুল্লাহ আল সুমন