পাঠকের ভীড়ে নেই পর্যাপ্ত জায়গা জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২২, ১ year আগে

পাঠকের ভীড়ে নেই পর্যাপ্ত জায়গা জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে

ঢাকার সদরঘাট এলাকায় অবস্থিত একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ১৭ বছর পূর্ণ হলেও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য রয়েছে মাত্র একটি ছাত্রী হল।

পুরান ঢাকাস্থ মেসে বাসা নিয়ে পড়াশুনার জন্য অধিকাংশ শিক্ষার্থী ভর্তি হয় দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয়ে। অধিকাংশ মেসের পরিবেশ পড়াশুনার ঊপযোগী না হওয়ায় বাধ্য হয়ে পড়ার জন্য আসতে হয় কেন্দ্রীয় লাইব্রেরিতে। কেউ কেউ একটি লাইব্রেরিতে একটি সিট পাওয়ার উদ্দেশ্য যাত্রা শুরু করে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের ভিড়ে জায়গা না পেয়ে হতাশ হয় ফিরে যাচ্ছে অনেকেই।

এদিকে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। আগে জবির কেন্দ্রীয় লাইব্রেরীতে বাইরের বই পড়া নিয়ে বিধি-নিষেধ ছিল কিন্তু এখন শিক্ষার্থীদের কল্যাণে এ নিয়ম থেকে বেরিয়ে আসার জন্য।

এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দিতে উন্মুক্ত লাইব্রেরির পাশাপাশি জবির কেন্দ্রীয় লাইব্রেরি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হয়। যেসব শিক্ষার্থীদের কেন্দ্রীয় লাইব্রেরির কার্ড আছে শুধু তারাই এখানে প্রবেশ করতে পারবে এবং বাইরে থেকে বই এনেও পড়া যাবে।

পত্রিকাএকাত্তর /অশ্রু মল্লিক

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news