নড়াইলে খাল সংস্কারের অভাবে জলাবদ্ধতা! ১০০ একর জমির ফসলের ক্ষতি

নড়াইল জেলা প্রতিনিধি

৬ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

নড়াইলে খাল সংস্কারের অভাবে জলাবদ্ধতা! ১০০ একর জমির ফসলের ক্ষতি

নড়াইলের রামচন্দ্রপুর বিলে মাত্র ৭০০মিটার খাল সংস্কারের অভাবে শীত মৌসুমও বিলে জলাবদ্ধতা। ফলে ১০০ একর জমির ফসলের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিবাদে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রামচন্দ্রপুর বিলের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন-আউড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহমুদ শেখ, ভূক্তভোগী এমদাদুল ইসলাম, শাহিন শেখ, মনা মিয়া, আজিবর শরীফসহ অনেকে।

আউড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মাহমুদ শেখ বলেন, নড়াইলের রামচন্দ্রপুর এলাকায় প্রায় ৭০০ মিটার খাল খননের অভাবে এ এলাকার প্রায় একশ’ একর জমিতে কয়েক বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে বোরো ধানসহ রবি শষ্য আবাদ করা যাচ্ছে না।

শাহিন শেখ বলেন, আমাদের রামচন্দ্রপুর গ্রামের পূবর্ডোবার বিল ও পশ্চিম ডোবার বিলে ৪/৫ বছর ধরে সারাবছর জলাবদ্ধতা থাকে যে কারনে জমিতে কোন ফসল হয় না। বিধায় এলাকার ৪০০ পরিবার ক্ষতির মুখে পড়েছে। আমাদের দাবি, মাত্র ৭০০ মিটার খাল খনন করে রামচন্দ্রপুর এলাকার জলাবদ্ধতা দুর করা হোক। এতে কৃষক বাঁচবে, ফসলের উৎপাদন বাড়বে।

কৃষি সম্প্র্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি যে জলাবদ্ধতার জন্য রামচন্দ্রপুরের পূবর্ডোবার বিল ও পশ্চিম ডোবার বিলে ফসল হয়না। এমন কোন তথ্য পেলে আমরা চেষ্টা করবো কিভাবে সমাধান করা যায়। তবে এবার মাঘ মাসে হটাৎ করে প্রচুর বৃষ্টিপাত হয়েছে সে জন্য জলাবদ্ধতা হতে পারে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহামান বলেন, বিষয়টি আমার জানা নেই। কৃষি সম্প্রসারনের ডিডি মহোদয়কে বলবো কিভাবে এটার সমাধন করা যায় তার ব্যবস্থা করতে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news