চট্টগ্রাম ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড ও বায়েজিদ বোস্তামী থানা এলাকার জঙ্গল সলিমপুরে আলিনগর ও ছিন্নমূলে ২ রা আগস্ট মঙ্গলবার জেলা প্রশাসক মমিনুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে১৭৫ টি অবৈধ স্থাপনা ধ্বংস পরবর্তীতে ৩ রা আগস্ট বুধবার সকাল থেকে প্রতিবাদে ফেঁটে পড়ে উচ্ছেদের শিকার পরিবারগুলো। এক পর্যায়ে চট্রগ্রাম ঢাকা মহাসড়কের বাইজিদ বাইপাস সড়ক অবরোধ করে শত শত নারী পুরুষ সড়কে অবস্থান নেয়।

ফৌজদারহাট-বায়েজিদ বাইপাস সড়ক, আলিনগরে বিক্ষোভ ও মানববন্ধন করেন উক্ত এলাকায় বসবাসরত জনসাধারণ। এই সময় ২ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় শত শত যানবাহনের দীর্ঘ যানজট।

একপর্যায়ে ঐ এলাকায় ২৪ ঘন্টার মধ্যে পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান ও উচ্ছেদ বন্ধের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা।আগামী ২৪ ঘন্টার মধ্যে উচ্ছেদ অভিযান বন্ধ ও বিদ্যুৎ সংযোগ না দিলে পুনরায় বড় ধরনের কর্মসূচি দিয়ে রাজপথে নামার ঘোষণা দেন অবরোধকারীরা।

উচ্ছেদের শিকারস্থানীয়রা বাসিন্দারা জানায়, বিনা নোটিশে আমাদের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জনজীবন ব্যাহত করছে প্রশাসন। বেশিরভাগ এলাকায় পানি সরবরাহও বন্ধ রাখা হয়। ফলে আমরা চরম দুর্ভোগে পড়েছি। এর মধ্যে আজ আবার ১৭৫টি স্থাপনা উচ্ছেদ করেছেন তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আজকের উচ্ছেদ অভিযানে ১৭৫ টি স্থাপনা উচ্ছেদ করে ৭০০ একর পাহাড়ি জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদের সময় আলীনগরে সরকারি জমিতে সন্ত্রাসী ইয়াসিনের নির্মিত অফিস, ঘর এবং তার বিশেষ টর্চার সেল গুড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে উদ্ধার করা জায়গায় জঙ্গল সলিমপুরের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের আওতায় বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা অফিস, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, সাফারি ও ইকোপার্ক, র‍্যাব ও পুলিশের অস্থায়ী ক্যাম্পের প্রস্তাবিত স্থাপনার সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সরকারের গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়নের বাইরে আশপাশের পাহাড়ের পরিবেশ অক্ষুন্ন রাখা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, আলীনগরের বাসিন্দারা আগেও অভিযানের কথা শুনলে সড়ক অবরোধসহ নানাভাবে অভিযান বাঁধা সৃষ্টি করত। এবারও তারা একই আচরণ করছে। তারা সড়ক অবরোধ করে পুনরায় বিদ্যুৎ সংযোগসহ অভিযান বন্ধের বিভিন্ন দাবি জানান। এ সময় সড়কে যানজট তৈরি হয়। পরবর্তীতে দু’ঘণ্টা পর তারা চলে যান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন প্রমুখ।

পত্রিকাএকাত্তর /ইসমাইল ইমন