patrika71
ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

তৃতীয় সন্তানের মা হচ্ছেন নায়িকা জেনেলিয়া

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদুনিয়ার জনপ্রিয় জুটি রিতেশ দেশমুখ জেনেলিয়া ডিসুজা । শুটিং থেকে প্রেম করে বিয়ের পর দীর্ঘ দিন একসঙ্গে কাটিয়ে দিলেন দুজনে। বিয়ের পর রিতেশকে টুকটাক ছবিতে দেখা গেলেও জেনেলিয়া সন্ন‍্যাস গ্রহণ করেন অভিনয় থেকে।

নিজের ঘর সংসার, দুই ছেলেকে সামলাতেই ব‍্যস্ত ছিলেন তিনি। অবশ‍্য অভিনয় আর না করলেও ক‍্যামেরার সামনে আসতে কোনো আপত্তি করেননি জেনেলিয়া।

বিয়ের দু’বছরের মাথায় ২০১৪ সালে রীতেশ ও জেনেলিয়ার প্রথম সন্তানের জন্ম হয়। তার নাম রিয়ান। তার বছর দুয়েকের ব্যবধানে ২০১৬ সালে দ্বিতীয় ছেলের জন্ম। এবার গুঞ্জন, তৃতীয় বারের জন্য বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি। 

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশের সঙ্গে হাজির হন জেনেলিয়া। অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস। আলোকচিত্রীদের দেখামাত্র বার বার পেটে হাত দিয়ে আড়াল করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। লক্ষণীয়, উঁচু হিল পরে অভিনেত্রী যেন খুব সাবধানী।

প্রতি পদক্ষেপ ফেলার আগে দেখে নিয়েছেন চারপাশ। নেটিজেনরা জেনেলিয়ার এই কার্যকলাপ পর্যবেক্ষণ করেছেন। তবে এই বিষয়ে রীতেশ ও জেনেলিয়ার তরফে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিতেশ দেশমুখ ও জেনেলিয়‍া ডি’সুজা।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ