বাগেরহাটের র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। সোমবার (০৫ জুন) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র্যালীটি পুনরায় অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়।
পরে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অডিটোরিয়ামেদিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম। এসময়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অন্যদিকে দিবসটি উপলক্ষে পরিবেশ দূষণ ও পরিমিত ভোগ বিষয়ক ক্যাম্পেইন করেছে একটিভিস্টা বাগেরহাট। বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায়
বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে এই ক্যাম্পেইন শুরু করা হয়। ক্যাম্পেইন উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। এসময়, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজগর আলী, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি কাজী হালিমাতুস সাদিয়া, এফোরটি প্রকল্পের সমন্বয়কারী খন্দকার মুশফিকুল ইসলামসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন শতাধিক যুব একটিভিস্ট পিকাপ ভ্যানে করে বাগেরহাটের বিভিন্ন স্থানে পরিবেশ রক্ষায় করনীয় সম্পর্কে মাইকিং করেন। এছাড়া গাছ লাগাই-পরিবেশ বাঁচাইসহ বিভিন্ন স্লোগান লেখা লিফলেট বিতরণ করেন। পরিমিত ভোগের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন সাধারণ জনগণকে।
এবং বিকালে ৫ টার দিকে বাগেরহাট প্রোস ক্লাবের এর সামনে শতাধিক লোক নিয়ে মানববন্ধন ও আলোচনা সভা করে ট্রান্সরেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও দি হাঙ্গার প্রজেক্ট
পত্রিকা একাত্তর/ আবু তালেব