এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডে অন্যতম জনপ্রিয় তারকা আমির খান। পাত্রী অচেনা কেউ নন, দঙ্গল সিনেমা খ্যাত বলি নায়িকা ফাতিমা সানা শেখ। আমিরের সঙ্গে তাঁর বিয়ের খবর সামাজিক মাধ্যমের পাতায় ফাঁস করলেন কামাল আর খান।
একটি টুইটে তিনি লেখেন, ‘খুব শীঘ্রই নিজের মেয়ের বয়সি ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করতে চলেছেন আমির খান। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই ফাতিমার সঙ্গে প্রেম করছেন আমির। যদিও কামাল আর খানের এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
আমির খানের হাত ধরেই বলিউডে অভিষেক ফাতিমা সানা শেখের। ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তাঁর। প্রথম ছবি থেকেই আমিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। বলিউডে একাধিক পার্টিতে চর্চার বিষয় হয়েছে আমির ও ফাতিমার সম্পর্কের রসায়ন। তবে, এত দিন নিজেদের সম্পর্ক নিয়ে কখনও জনসমক্ষে মুখ খোলেননি আমির বা ফাতিমা কেউ-ই। অথচ আমিরের মেয়ের বাগ্দান অনুষ্ঠানেও দেখা গিয়েছে ফাতিমাকে।
আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত। তাদের বিয়ে হয়েছিল ১৯৮৬ সালের ১৮ এপ্রিল। তাদের বিচ্ছেদ ঘটে ২০০২ সালে। ১৬ বছরের সংসারে জুনায়েদ নামে একটি পুত্র এবং ইরা নামে একটি মেয়ে হয়।
এরপর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদ রাওয়ের জন্ম হয়। ২০২০ সালে তাদের সংসারের ১৫ বছরের মাথায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
পত্রিকা একাত্তর/ মাসুদ আহমেদ