patrika71
ঢাকাশনিবার , ১৩ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের ৪ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন সেন্টার নির্মাণ

জেলা প্রতিনিধি, নড়াইল
মে ১৩, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদী পাড়ের বাসিন্দাদের ঘূর্ণিঝড় ও বন্যায় আশ্রয় দেওয়ার জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ মে ) মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোঃ সাইফুর রহমান মোল্যা গং দের দানকৃত সম্পত্তিতে ৪ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।

মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের সভাপতি এসএম মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, জেলা শিক্ষা অফিসার মোঃ হায়দার আলী, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জমান, ইউপি সদস্য মো ইমদাদ মল্লিক ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে প্রাকৃতিক দূর্যোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এ সাইক্লোন সেন্টারটি নড়াইলে খুবই গুরুত্বপূর্ন।

জানা গেছে সাইক্লোন সেন্টারটি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ৪ কোটি টাকায় চারতলা ভবনের ফাউন্ডেশনে প্রথমবারে ৩লা সম্পন্ন হবে। মেহেরপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেহেদী হাসান ট্রেডিং কর্পোরেশন কনস্ট্রাকশন এ কাজটি সম্পন্ন করবেন।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু