patrika71
ঢাকারবিবার , ৭ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মোল্লাহাট
মে ৭, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে বাইজিদ মিয়া (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নতুন ঘোষগাতী গ্রামে কিশোরের নিজ বাড়ির রান্না ঘরে আড়ায় ঝুলন্ত এ মৃতদেহ উদ্ধার হয়।

কিশোরের নিকটাত্মীয় সুত্র জানায়, ঘোষগাতী গ্রামের কৃষক আনোয়ার মিয়ার ছেলে বাইজিদ মিয়ার সাথে এক হিন্দু মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মেয়েটিকে তার পরিবারের পক্ষ থেকে ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। এখবর পেয়ে গত রাতের যেকোনো সময় গলায় গামছা দিয়ে বাড়ির রান্না ঘরে আড়ায় ঝুলে আত্মহত্যা করে বাইজিদ।

এবিষয়ে মোল্লাহাট থানা একটি অপমৃত্যু মামলা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ওই পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার বিষয়ে অপমৃত্যু মামলা করা হয়েছে। এছাড়া কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বলেও লিখিতভাবে জানানো হয়েছে।

পত্রিকা একাত্তর/ সৌরভ কুমার