patrika71
ঢাকাশনিবার , ৮ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে নিয়ে মন্দিরে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া

পত্রিকা একাত্তর
এপ্রিল ৮, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া গত ৩১ মার্চ মেয়ে মালতী ও স্বামী নিক জোনাসকে সঙ্গে নয়ে ভারতে আসেন। জন্মের পর এটাই মালতীর প্রথম ভারত ভ্রমণ। তাই শত ব্যস্ততার মধ্যেও মেয়ে মালতি মারিকে নিয়ে এবার মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গেলেন। ভক্তিভরে পূজা দেওয়া থেকে শুরু করে সমস্ত উপাচার মানাসহ সব আনুষ্ঠানিকতা করেছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে তার পূজা দেওয়ার ছবি। প্রিয়াঙ্কা চোপড়া নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তার ও ছোট্ট মালতির ছবি। এদিন হালকা সালোয়ার স্যুট বেছে নিয়েছিলেন অভিনেত্রী। আর মালতিকে দেখা গেল সাদা জামায়। ভক্তদের আবদার মিটিয়ে একাধিক ছবিও তুললেন অভিনেত্রী।

একদিকে যেমন মালতীর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া, বিপরীতে কটাক্ষের শিকার হলেন মালতীর মা। কারও তির্যক পর্যবেক্ষণ,“ঈশ্বরের সামনে গিয়েও পোজ দিচ্ছেন।” কারও মতে, “প্রিয়াঙ্কার আসলে সবটাই লোক দেখানো অভিনেত্রীকে কটাক্ষ করলেও মালতী প্রসঙ্গে কিন্তু কোনও নেতিবাচক মন্তব্য চোখে পড়েনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই, প্রথমবার স্বামী নিক ও কন্য়া মালতিকে নিয়ে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত বছর ১৫ই জানুয়ারি প্রিয়াঙ্কার কোলে এসেছিল কন্যাসন্তান।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ