আমতলীতে সংসার করতে এসে লাশ হলেন তরুনী মীম


উপজেলা প্রতিনিধি, আমতলী প্রকাশের সময় : ০৬/০২/২০২৩, ৬:২৪ অপরাহ্ণ /
আমতলীতে সংসার করতে এসে লাশ হলেন তরুনী মীম

বরগুনার আমতলীতে প্রেমিক স্বামীর উপর অভিমান করে তরুনীর আত্মহত্যা।

গত ৫ ই জানুয়ারি রবিবার সকাল আনুমানিক ১০ টার দিকে বরগুনা আমতলী উপজেলার সদর ইউনিয়ন এর উত্তর টিয়াখালী গ্রামের মৃত্যু মোতালেব মৃধার ছেলে ইব্রাহীম এর স্ত্রী মিম (১৬) ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

খবর পেয়ে রাতে আমতলী থানার পুলিশ লাশ নিয়ে আসে পোষ্ট মর্টেম এর জন্য।মেয়ের মা রিনা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মিমের পরিবারের স্বামী ইব্রাহিম এর বিরুদ্ধে কোন অভিযোগ নেই।

আমতলী থানা সুত্রে জানা গেছে, আট মাস আগে ইব্রাহিম (২০) এর সাথে মিম ( ১৬) প্রেমের সম্পর্কের পরিনতিতে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারে অভাবের কারনে সুখ শান্তির দেখা আর মিলেনি। নিত্য দিনের অভাবের কারনে অশান্তি লেগেই ছিলো। ইব্রাহিমের সামান্য আয়ে সংসারে চলছিলনা। অভাবের কারনে স্বামীর সাথে অভিমান করে মিম আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক ধারনা করা হয়।

মিম ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া গ্রামের মৃত্যু আঃ জলিল এর মেয়ে। আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, পোস্ট মর্টেম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ও দাফন কাজ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

পত্রিকা একাত্তর/ মনিরুল ইসলাম