একটুর জন্য রক্ষা পান অভিনেত্রী ঊর্বশী


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৭/০২/২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ /
একটুর জন্য রক্ষা পান অভিনেত্রী ঊর্বশী

কলকাতার জনপ্রিয় টেলি অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়ার মুম্বইয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট। মিরা রোডের ফিল্ম স্টুডিয়োয় যাওয়ার পথে ঘটনাটি ঘটে। সেই সময় একটি স্কুল বাস যাচ্ছিল সেই পথ দিয়ে। ছাত্রছাত্রী-সহ বাসটি সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারে ঊর্বশীর গাড়িতে। একটুর জন্য রক্ষা পান অভিনেত্রী। তবে এত বড় বিপদের পরেও বাসচালকের বিরুদ্ধে কোনওরকম কেস ফাইল করেননি অভিনেত্রী। এটিকে দুর্ঘটনা হিসেবেই দেখতে চান তিনি।

এত বড় দুর্ঘটনার পরেও আইনি পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন ঊর্বশী। বলা হচ্ছে, উর্বশী ঢোলাকিয়া এই ঘটনায় কোনও আইনি পদক্ষেপ নিতে চাননি। তিনি বলেছেন, এটা একটা দুর্ঘটনা মাত্র। তবে উর্বশীর গুরুতর চোট পাওয়ার কোনও খবর না থাকায় ভক্তরা কিছুটা নিশ্চিন্ত হয়েছেন। বর্তমানে তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ