নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ (বালক, অনূর্ধ্ব-১৭) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ। এবারের আসরে চাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তুলেছে গতবারের রানার্সআপ পাঙ্গা মটুকপুর ইউনিয়ন।
সোমবার (১৯শে জুন) বিকাল ৫টায় উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে কেতকীবাড়ী ইউনিয়ন ও পাঙ্গা মটুকপুর ইউনিয়ন। এতে কেতকীবাড়ী ইউনিয়নকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তুললো পাঙ্গা মটুকপুর ইউনিয়ন।
ফাইনাল ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র করে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে পাঙ্গা মটুকপুরের ফরোয়ার্ডের ডি-বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করে ১-০ তে এগিয়ে যায় আকাশীরা। তবে তার ৩ মিনিটের মাথায় কেতকীবাড়ী গোল করে ১-১ সমতায় নিয়ে আসে। নির্ধারিত সময়ের মধ্যে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ৫টি করে পেনাল্টি শটে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের গোলরক্ষকের দুর্দান্ত সেইফের কারণে ৩টি গোল করতে সক্ষম হয় কেতকীবাড়ী। অন্যদিকে, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৫টি শটের একটি কেতকীবাড়ীর গোলরক্ষক সেইফ করলেও, বাকি ৪টি গোল হওয়ায় ৪-৩ ব্যবধানে জয় পায় পাঙ্গা মটুকপুর ইউনিয়ন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতার।
ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার নাট্য সমিতির সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি মোঃ সফিয়ার রহমান রতন প্রমূখ।
ফাইনাল খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন—মোঃ কবির হোসেন। এছাড়া সহকারী রেফারি হিসেবে আবু বক্কর সিদ্দিক ও মহব্বত আলী দায়িত্ব পালন করেন। সেইসাথে, খেলার ধারাভাষ্য প্রদান করেন যথাক্রমে মেহেদী হাসান মুক্তি ও বকুল ইসলাম।
এবারের টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন কেতকীবাড়ী ইউনিয়নের লক্ষ্মণ রায় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পাঙ্গা মটুকপুর ইউনিয়নের দীপক রায়।
পত্রিকা একাত্তর/রিশাদ