৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার নীলফামারী জেলা পর্যায়ে চাম্পিয়ন হয়েছে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যাডমিন্টন দল।
বুধবার (১৮ই জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় নীলফামারী টাউন ক্লাব মাঠে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্টে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নীলফামারী সদর উপজেলা ব্যাডমিন্টন দল।
খেলায় নীলফামারী সদর উপজেলা ব্যাডমিন্টন দলকে ২-০ সেটে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়। চাম্পিয়ন দলটিতে খেলোয়াড় হিসেবে নান্দনিক খেলা উপহার দিয়েছেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আল মুহি রেজা সিজার ও মো. সিয়াম ইসলাম।
উল্লেখ্য, আগামী ২২শে জানুয়ারী জেলা পর্যায়ের ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরষ্কার প্রদান করা হবে। এর আগে, ডোমারে প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে চাম্পিয়ন হয় শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্র সিজার ও সিয়াম।
পত্রিকা একাত্তর/ রিশাদ