নড়াইলে বিজয় দিবস উপলক্ষ্যে ৩২দলীয় হাডুডু প্রতিযোগিতার উদ্বোধন


জেলা প্রতিনিধি, নড়াইল প্রকাশের সময় : ১৪/১২/২০২২, ১:০৭ অপরাহ্ণ / ৩৫
নড়াইলে বিজয় দিবস উপলক্ষ্যে ৩২দলীয় হাডুডু প্রতিযোগিতার উদ্বোধন

মহান বিজয় দিবসের ৫১বছর পূর্তি উপলক্ষে নড়াইলে ৩২ দলীয় হাডুডু প্রতিযোগিতা শুরু হয়েছে।

গতকাল রাতে পৌরসভার ডুমুরতলা মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল পৌরমেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা।

“খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল ” এ শ্লোগানকে সামনে নিয়ে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, সাইদুর রহমান বেগ, সাইফুল আলম বাচ্চু সহ অনেকে।

উদ্বোধনী খেলায় নড়াইল সদর থানা পুলিশকে হারিয়ে বাগবাড়ী একাদশ জয়লাভ করে। নড়াইল জেলা সহ পাশ^বর্তী জেলার ৩২টি দল খেলায় অংশগ্রহণ করছে।

পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু