মাদারবাড়ি উদয়ন সংঘের খেলোয়াড়দের গন সংবর্ধনা প্রদান


জেলা প্রতিনিধি, চট্রগ্রাম প্রকাশের সময় : ১২/১২/২০২২, ১০:০০ অপরাহ্ণ / ৩৮
মাদারবাড়ি উদয়ন সংঘের খেলোয়াড়দের গন সংবর্ধনা প্রদান

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্হার ব্যবস্হাপনায় আয়োজিত সিজেকেএস সিডিএফ-এ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২ এ মাদারবাড়ি উদয়ন সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই উপলক্ষে সোমবার ১২ ডিসেম্বর বিকেলে নগরীর সদরঘাটস্হ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে মাদারবাড়ি উদয়ন সংঘের উদ্যোগে ক্লাবের খেলোয়াড়দের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহসভাপতি ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। খেলোয়াড় সংবর্ধনা ও সম্মাননা প্রদান উদযাপন কমিটির আহবায়ক আরিফুল রহমান রুবেলের সভাপতিত্বে ও আবদুল হাই এর সঞ্চালনায় অনুষ্ঠানে সিজেকেএস যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মশিউর রহমান চৌধুরী, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, কাউন্সিলর গোলাম জোবায়ের,বাংলাদেশ হকি ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, সিজেকেএস কাউন্সিলর মসিউল আলম স্বপন, সাবেক কাউনলর আলী বকস, মাদারবাড়ি উদয়ন সংঘের সভাপতি মনির আহম্মদ, ক্রীড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবু,এজেডএম হায়দার,জাকির হোসেন লুলু, বাংলাদেশ লবন মালিক সমিতির সভাপতি নুরুল কবির, দানু মিয়া, মোহাম্মদ নাছের, মাদারবাড়ি উদয়ন সংঘের সহসভাপতি মোহাম্মদ সেলিম, হাজী মহসিন, নির্বাহী সদস্য বখতেয়ার, জসিমুল হুদা, নজরুল ইসলাম, হাসান মুরাদ, সিডিএফ-এ চট্টগ্রাম ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াছির আরাফাত, ইকবাল হোসী, মাহবুব আলম, কামরুন আনিস, রাশেদ জোবায়ের, এমএ মুসা বাবলু, হায়দার আলী, নুরুল ইসলাম, তাজুল, শাহিদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, ক্রীড়া জগতের নানা প্রতিকূলতা জয় করে একটি ক্লাব সামনের দিকে এগিয়ে চলে।এমন বাস্তবতায় মাদারবাড়ি উদয়ন সংঘ সুদীর্ঘ কাল থেকে ক্রীড়া জগতে বীরদর্পে এগিয়ে চলছে তাদের দক্ষতা যোগ্যতার বলে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত প্রিমিয়ার ফুটবল লীগে চ্যাম্পিয়ন হয়েছে। এই গৌরবের স্বীকৃতি স্বরুপ ক্লাবটি তাদের
কৃতি খেলোয়াড়দের সংবর্ধিত করছে। খেলোয়াড়দেরকে এমন সম্মাননা প্রদান নিঃ সন্দেহে প্রশংসার দাবি রাখে। তরুণ প্রজন্মকে মাদক মুক্ত সমাজ উপহার দিতে খেলাধুলার বিকল্প নেই।

পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন