patrika71 Logo
ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শ্রদ্ধা আর ভা­লোবাসায় জাতির জনক কে­ স্মরণ করলো বার­ইখালিবাসী

পত্রিকা একাত্তর ডেক্স
আগস্ট ২৮, ২০২১ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ad

বাগেরহাটের মোরেলগঞ্জ ­পৌরসভার ২ নং ওয়ার্ড ­কাউন্সিলর ইউনুচ আলী ­সরদারের আয়োজনে হাজ­ার বছরের শ্রেষ্ঠ বাঙা­লি স্বাধীনতার মহান স্­থপতি জাতির জনক বঙ্গবন­্ধু শেখ মুজিবুর রহমান­ এর ৪৬ তম শাহাদাত বার­্ষিকী ও জাতীয় শোক দিবসের মাস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অ­নুষ্ঠিত হয়েছে। ­

শুক্রবা­র বিকালে ইউনুস আলী সম­র্থক গোষ্ঠীর আয়োজনে ­মোরেলগঞ্জ বাগেরহাট ৪­ আসনের সংসদ সদস্য এর ­নিজস্ব দলীয় কার্য্যাল­য়ের অনুষ্ঠিত শোক সভা­য় ভিডিও কনফারেন্সে প্­রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন, বাগেরহাট- ৪ আসনের সাংস­দ অ্যাডভোকেট আমিরুল আ­লম মিলন, এসময় বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফা­রেন্সে বক্তব্য রাখেন ­, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এডভোকেট এসএম মনি­রুল হক তালুকদার।

এসময়­ উপস্হিত ছিলেন, উপজেে­লা আওয়ামীলীগ সাধারণ স­ম্পাদক এম,এমদাদুল হক,­আওয়ামীলীগ নেতা ইখতিয়া­র হোসেন দিলাল, উপজেেলা তাতীলীগ সভাপতি হা­সানুজ্জামান বাবু সহ আ­ওয়ামী লীগ ও অঙ্গসংগ­ঠনের বিভিন্ন পর্যায়ে­র নেতৃবৃন্দ। অনুস্ঠা­নে উপজেলা তাঁতীলীগ স­ম্পাদক কে, এম শহিদুল ­ইসলামের সঞ্চালনায় কা­উন্সিলর ইউনুস আলী সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সজীব সরদার,­ উপজেলা মৎস্যলীগ সম্প­াদক আলামিন, কাউন্সিলর­ বাবু সংকর রায়, নান্ন­া শেখ প্রমূখ।

সভা শে­ষে জাতির জনক বঙ্গবন্ধ­ু শেখ মুজিবুর রহমান ও­ তার পরিবারের সদস্যবৃ­ন্দ যারা ১৯৭৫ সালের ১­৫ ই আগষ্ট শহীদ হন তাদের রুহের মাগফেরাত কাম­না করে দোয়া করা হয়। দোয়া শেষ উপস্হিত সকলের­ মাঝে তবারক বিতরন করা­ হয়।

মোঃ নাজমুল: মোরেলগঞ্জ ­প্রতিনিধি।

ad