সোশ্যাল মিডিয়ায় দুষ্টু মিষ্টি ভিডিও বানিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে পটুয়াখালী যুবক।বলছি – তরুন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির কথা।২০২০ সালের মাঝামাঝি সময়ে কন্টেন্ট তৈরি শুরু করলেও,সল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেন।
বর্তমানে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে অনুসারীর সংখ্যা প্রায় দুই লক্ষ উনষাট হাজার (259K) ফলোয়ার।আজকে তার এই এগিয়ে যাওয়ার গল্পের পিছনে লুকিয়ে আছে ব্যার্থতার গল্প, আছে হার না মেনে এগিয়ে যাওয়ার গল্প।তিনি মূলত ফানি কন্টেন্ট করে।
একইসঙ্গে তার ভিডিওর কিছু যৌক্তিকতাও থাকে। মূলত তিনি ভিডিও এভাবেই করে থাকে, ফানি কন্টেন্ট বানিয়ে থাকে তার মধ্যে যৌক্তিক কথা বলার চেষ্টা করে।বর্তমানে ফানি ভিডিও তৈরির পাশাপাশি সমাজের অসহায় মানুষকে সাহায্য করে থাকেন।তিনি ভিডিও করার পাশাপাশি একজন তরুণ লেখক।০১/০৭/২০০১ সালে কুয়াকাটার আজিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
ঢাকার দারুননাজাত থেকে একাডেমি পড়া-লেখা শেষ করে বর্তমানে অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিষয় নিয়ে অধ্যায়ন করছেন। পিতা এবিএম হাবিবুর রহমান ও মাতা হাসিনা বেগম। ভাই নুরুল্লাহ আল মামুন। তাঁর প্রথম বই ‘আছি ছিলাম থাকব’ (২০১৮) দ্বিতীয় বই ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের BRTC’ (২০১৯) ও তৃতীয় বই ‘অদৃশ্য অসুখ তুমি’ লেখক হিসেবে তিনি এখন বেশ পরিচিতি।
পত্রিকা একাত্তর/মোঃ মারুফ
Inbox
Inbox