patrika71 Logo
ঢাকাবুধবার , ১০ নভেম্বর ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল সদরে ১৩টি ইউপিতে ভোটগ্রহন আগামীকাল

পত্রিকা একাত্তর ডেস্ক
নভেম্বর ১০, ২০২১ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ad

নড়াইলের ১৩ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী পাঁচ বছর এলাকার উন্নয়নের জন্য কার উপর দায়িত্ব দিচ্ছেন ইউনিয়নবাসী। ক্ষমতাসিন দল আওয়ামীলীগের নৌকাতেই ভরসা রাখছেন নাকি স্বতন্ত্র প্রার্থীর উপর আস্থা রাখছেন ? তবে ভোটাররা কার উপর ভোটাররা দায়িত্ব দিচ্ছেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্তু। ইতিমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে।

জানাগেছে, নড়াইলের ১৩ ইউপিতে নৌকার জয়ের বাধা হয়ে দাড়িয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। ১৩ ইউনিয়নের অধিকাংশতে স্বতন্ত্র প্রার্থীদের সাথে ভোটের লড়াই হবে দ্বিমুখি কয়েকটিতে হতে ত্রীমুখি নির্বাচন।

সদর উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, নির্বাচনে ১৩ ইউনিয়নের ৭টি ইউনিয়নে দ্বিমুখি প্রতিদ্বন্দ্বীতা হবে, আর ৬টি ইউনিয়নে ত্রিমুখি প্রতিদ্বন্দ্বীতা হবে।

মাইজপাড়া ইউনিয়নে নির্বাচন হবে দ্বিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন জসিম মোল্যা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন শাফায়েত বিশ্বাসের মধ্যে ভোট হবে ।

হবখালী ইউনিয়নে নির্বাচন হবে দ্বিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন টিপু সুলতান স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান রিয়াজুল ইসলাম চঞ্চল।

আউড়িয়া ইউনিয়নে নির্বাচন হবে দ্বিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন এস এম পলাশ স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন তোতা ভূঁইয়া।

আরো পড়ুনঃ  বটিয়াঘাটায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১০১ জন

চন্ডিবরপু ইউনিয়নে নির্বাচন হবে দ্বিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন আজিজুর রহমান ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

বাঁশগ্রাম ইউনিয়নে নির্বাচনে ভোট হবে ত্রিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন সিরাজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন নাজমুল ইসলাম ও রফিকুল ইসলামের মধ্যে।

তুলারামপুর ইউনিয়নে নির্বাচনে ভোট হবে ত্রিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন বুলবুল আহম্মেদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন টিপু সুলতান ও শরিফুল ইসলাম।

মুলিয়া ইউনিয়নে নির্বাচনে ভোট হবে দ্বিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন রবিন্দ্রনাথ অধিকারী স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক চেয়ারম্যান বিপুল কুমার সিকদার।

বিছালি ইউনিয়নে নির্বাচনে ভোট হবে ত্রিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন ইমারুল গাজী স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান এস এম আনিচু রহমান ও হেমায়েত হোসেন।

কলোড়া ইউনিয়নে নির্বাচনে ভোট হবে দ্বিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন আশিষ কুমার বিম্বাস স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান আব্বাস আলী সরদার।

শাহাবাদ ইউনিয়নে নির্বাচনে ভোট হবে ত্রিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন আশরাফ খান মাহামুদু স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না ও জিয়াউর রহমান জিয়া।

আরো পড়ুনঃ  সাতক্ষীরা সদর উপজেলার সকল যে সকল নির্বাচিত ইউপি চেয়ারম্যানদ্বয়

শেখহাটি ইউনিয়নে নির্বাচনে ভোট হবে ত্রিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন গোলক বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান বুলবুল আহম্মেদ ও মাসুম গাজীর মধ্যে ভোট হবে।

সিঙ্গাশোলপুর ইউনিয়নে নির্বাচনে ভোট হবে দ্বিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন সাইফুল ইসলাম হিট্টু স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান উজ্জ্বল শেখ।

ভদ্রবিলা ইউনিয়নে নির্বাচনে ভোট হবে ত্রিমুখি। এখানে নৌকা প্রতিকে লড়ছেন সৈয়দ আবিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন সজিব হোসেন ও উজ্জ্বল হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে ১২০ টি ভোট কেন্দ্রের ৫৫৬ টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৬১৬ জন ও মহিলা ৯৫ হাজার ৬২৯ জন।

মোঃ এনামুল হকঃ নড়াইল জেলা।