ডোমার পৌর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৯/১১/২০২২, ২:০৬ অপরাহ্ণ / ১০১
ডোমার পৌর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নীলফামারীর ডোমার পৌরসভা শাখা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মাহমুদুল হক পুতুলকে সভাপতি ও আব্দুর রাজ্জাক রাজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এন কে আলম চৌধুরী ও সদস্য সচিব একেএম সাজ্জাদ পারভেজ গত ৫ই নভেম্বর ডোমার পৌর শাখা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক পুতুল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক পৌর কাউন্সিলর মো. আব্দুর রাজ্জাক রাজা।

কমিটির অন্যান্যরা হলেন—ডোমার পৌর জাপা’র সহ-সভাপতি পদে মো. আশিকুর রহমান সাজু, ওসমান গণি বাউ, মো. হাবিবউল্লাহ, আব্দুস সালাম, মশিয়ার রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাজেদুল ইসলাম, মফিজুল হক ডন, হাচান চৌধুরী।

কমিটিতে অর্থ সম্পাদক আজগার আলী, প্রচার সম্পাদক অসীম কুমার কুন্ডু, দপ্তর সম্পাদক মমিজুল হক, কৃষি বিষয়ক সম্পাদক জামশেদ আলী সেতু, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাকির হোসেন হিটলার, এনজিও বিষয়ক সম্পাদক মাতিন ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাল্লাম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হানুল হক হুজুর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হায়দার আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. সুশিলা বেগম, যুব বিষয়ক সম্পাদক এরশাদ আলী, সমাজকল্যাণ সম্পাদক এম এ বাসেত, স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পাদক মুকুল সওদাগর, সমবায় সম্পাদক আনিছুর রহমান, শিক্ষা সম্পাদক রন কুমার রায়, আইন সম্পাদক জালাল উদ্দিন সরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

এবিষয়ে ডোমার পৌর শাখা জাতীয় পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রাজা বলেন, গত ৫ই নভেম্বর নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব আমাদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। ইনশাআল্লাহ আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পুতুল-রাজা পরিষদের ঐক্যবদ্ধ ভূমিকায় নীলফামারী-১ আসনে লাঙ্গলের প্রার্থী জয়লাভ করবেন।

পত্রিকা একাত্তর/রিশাদ