নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়ন শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
শনিবার (৫ই নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—২নং কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম বসুনিয়া। এতে সভাপতিত্ব করেন—কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জিয়ারুল কবীর (জিয়া)।
২নং কেতকীবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন—২নং কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম স্বাধীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবু আলম, ডোমার উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুদ কবির, কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আরিফুল ইসলাম মহব্বত, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ প্রমূখ।
পত্রিকা একাত্তর / রিশাদ