ডোমারে কমিউনিস্ট পার্টির কর্মীসভা অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৪/১১/২০২২, ১০:৫৫ পূর্বাহ্ণ / ৮২
ডোমারে কমিউনিস্ট পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

‘লুটপাটতন্ত্র থামাতে, ভোট লুটেরাদের থামাতে হবে’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কমিউনিস্ট পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকালে নীলফামারী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালের সৌজন্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ডোমার উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড আব্দুল্লাহ ক্বাফী রতন।

এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মো. আতিয়ার রহমান, ডোমার উপজেলা শাখা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অধীর চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রিন্স চাকলাদার প্রমূখ সহ কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

পত্রিকা একাত্তর / রিশাদ