patrika71
ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে জাতীয়তাবাদী ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

উপজেলা প্রতিনিধি, ডোমার
জুন ১৬, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নীলফামারী জেলা শাখার নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ডোমারে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ। 

শুক্রবার (১৬ই জুন) বিকাল সাড়ে ৪টায় ডোমার উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত শুভেচ্ছা মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ছাত্রদলের নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানায়।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মজিদুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাহিমুজ্জামান রূপক, সদস্য সচিব রাসেল ইসলাম শাওন, সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ সামিউল আরেফিন হৃদয়, যুগ্ম-আহ্বায়ক মোঃ ফাহিম ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, গত ৯ই জুন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নীলফামারী জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মারুফ পারভেজ প্রিন্সকে সভাপতি ও মোজাম্মেল হক মোজামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পত্রিকা একাত্তর/রিশাদ