প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মেলান্দহে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল


জেলা প্রতিনিধি, জামালপুর প্রকাশের সময় : ২২/০৫/২০২৩, ১১:০৮ অপরাহ্ণ /
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মেলান্দহে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২মে) বিকেলে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে প্রকাশ্য হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, যুবলীগ সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আরিফুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

পত্রিকা একাত্তর/ সাকিব