patrika71
ঢাকাশুক্রবার , ১৯ মে ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ৪টি ইউনিয়ন জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ
মে ১৯, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

দলকে সুসংগঠিত যুগোপযোগী করে তুলতে দলের প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় সাধারণ মানুষের দোরগোড়ায় দলিয় সেবা পৌঁছানোর লক্ষকে সামনে রেখে আজ ১৮মে, ২০২৩ইং রোজ বৃহস্পতিবার বিকালে স্থানীয় কালীগঞ্জ বাজার ছোপেনুর নেছা গার্লস স্কুলের হল রুমে বাকেরগঞ্জ উপজেলার আওতাধীন রঙ্গশ্রী, পাদ্রীশিবপুর, নিয়ামতি ও ভরপাশা ইউনিয়ন জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের মননীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রঙ্গশ্রী, পাদ্রীশিবপুর, নিয়ামতি ও ভরপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

এ সময় নেতাকর্মীরা নিজনিজ এলাকায় তাদের দলিয় কর্মকান্ড বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে দলের সকল নেতাকর্মীদের সকল স্বরযন্ত্রের মোকাবিলা করে এগিয়ে যেতে সকল রক্ত চক্ষকে উপেক্ষা করে এলাকাবাসীর কল্যানে কাজ করে যেতে আহবান জানান।

পত্রিকা একাত্তর/ ইমাম হোসেন