সিঙ্গাপুর আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত


পত্রিকা একাত্তর প্রকাশের সময় : ১৪/০৫/২০২৩, ১:১১ পূর্বাহ্ণ /
সিঙ্গাপুর আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় সিঙ্গাপুরের ইস্ট কোস্ট পার্কে আয়োজন করা হয় সিঙ্গাপুর আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেনের এবং সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আল আমিনের নেতৃত্বে সার্বিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রহমত জয় । শনিবার সিঙ্গাপুর সময় বিকেল ৫ ঘটিকার পর থেকে সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে ইস্ট কোস্ট পার্কে অনেকেই সপরিবারে উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন।

সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আল আমিন বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশ আওয়ামীলীগের সকল নিবেদিত কর্মীরা সুসংগঠিত থাকার মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত করাই এখন আমাদের মুল লক্ষ্য, সিঙ্গাপুরে আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে এবং নির্বাচনকালীন সিঙ্গাপুর আওয়ামীলীগ সহ সকল সংগঠনের নেতা কর্মীরা যার যার নিজ এলাকায় গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ রাখাই আমাদের উদ্দেশ্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ সভাপতি জুয়েল খান কিবরিয়া,সহ সভাপতি মো: রাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক বাহার আলী, ঈমান বেপারী, মো: রুবেল খান, সিঙ্গাপুর আওয়ামী লীগের অন্যতম সদস্য শাকিল,যুবলীগ নেতা শান্তি মন্ডল, ছাত্রলীগের নেতা রুবেল, সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সকল নেতা কর্মীদের জন্য আয়োজন করা হয় দেশীয় স্বাদের বিভিন্ন মজাদার খাবার সকলে মিলে একসাথে রাতের খাবার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

পত্রিকা একাত্তর/ শাহাদাত রাসেল