গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ আলম প্রামাণিকের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী। প্রধান বক্তা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম সরকার রেজা, গাইবান্ধা সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আবু আল ইমরান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা তাঁতী লীগের সভাপতি ইউনুছ আলী, শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল, সোনারায় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।
সভায় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল বলেন, কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কৃষক লীগের কমিটিগুলো আগামী দিনে কীভাবে কাজ করবে তার দিক নির্দেশনা দেওয়া হয়।
বর্ধিত সভায় পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল
আপনার মতামত লিখুন :