গুরুদাসপুরে উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি ও নাটোর জজকোর্টের স্পেশাল পিপি অ্যাড. আনিসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান। উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মাস্টারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী এড. কোহেলী কুদ্দুস মুক্তি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব কল্লোল ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক মিলটন উদ্দিন প্রমূখ।
পত্রিকা একাত্তর/ সোহাগ আরেফিন