ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ


স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ২৯/০৪/২০২৩, ৭:৪৩ অপরাহ্ণ /
ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে কৃষকের এক বিভা জমির ধান কেটে দিয়েছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।

শনিবার সকালে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কৃষক আফতাব উদ্দিনের একবিভা জমির ধান কেটে দেয় ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

এসময় ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম,সহ-সভাপতি জিএম সুফি নিয়াজী,সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান মেহেদি,বাধন,ছাত্রনেতা এসএম সালমান,শান্ত,লাবু,অন্দর শেখ,শিশির,সিয়াম,সুজন,আকাশ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জমির ধান কেটে দেয়ায় খুশি হয়ে কৃষক আফতাব উদ্দিন বলেন,আমার এক বিভা জমিতে ধান কাটতে আর মাড়াই করতে বেশ কয়েকজন কৃষক প্রয়োজন ছিলো। এতে আমার খরচ বেশি হতো। ছাত্রলীগের ছেলেরা আসে আমার ধান কাটা ও মাড়াই করে দিয়েছে আমি এতে অনেক খুশি।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন,কেন্দ্রীয় নির্দেশের মতে আমরা আজ আমাদের জেলায় কৃষকের ধান কাটার এই কার্যক্রম উদ্বোধন করলাম। এই ধারা অব্যাহত থাকবে। যদি কোন কৃষক অর্থের অভাবে ধান কাটতে না পাড়ে আমরা ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়ে তাদের ধান কেটে দিবো।