লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র তিনটি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করেছেন ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি।
শনিবার (০১ এপ্রিল) উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের খন্দকারবাড়ি মাদ্রাসা মাঠে ফকিরপাড়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি ও সরকার পতন আন্দোলন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন নেতাকর্মীরা। এদিকে জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও হাতীবান্ধা-পাটগ্রাম আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের হাতকে শক্তিশালী করার জন্য ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
এ সময় ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি ফকিরপাড়া ইউপির ৪ নং ওয়ার্ড বিএনপিতে সভাপতি হিসেবে আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার ও সাংগঠিক সম্পাদক মহিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হিসেবে আলিবর রহমান, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান ও যুগ্ম সম্পাদক তাইজুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হিসেবে আমিনুর রহমান, সাধারণ সম্পাদক ফজলার রহমান ও সম্পাদক আশরাফ হোসেনকে দায়িত্ব দিয়ে কমিটি ঘোষণা করেন।
তিনটি ওয়ার্ড বিএনপি’র কমিটি ঘোষণা করেন ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক দবিয়ার রহমান।
ওয়ার্ড কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন, ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক দবিয়ার রহমান, সদস্য সচিব হুমায়ুন কবীর খন্দকার মতি, আহবায়ক কমিটির সদস্য ও সিবিএ নেতা আবু বক্কর সিদ্দিক, রেজাউল হোসেন ও মতিউর রহমান ঝন্টু প্রমুখ।
পত্রিকা একাত্তর/ লুৎফর রহমান