মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬শে মার্চ) বিকালে উপজেলার চিলাহাটি ডাকবাংলো মাঠে ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি।
ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুল ইসলাম ফিলিপের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সহিদ আহম্মেদ সান্তু, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান বকুল প্রমূখ সহ অন্যান্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পত্রিকা একাত্তর/ রিশাদ