“এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকাতলে”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার সরকারি কলেজের নবাগত শিক্ষার্থীদের ছাত্রলীগে যোগদান ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করার লক্ষ্যে অভ্যর্থনা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারী) সকালে ডোমার সরকারি কলেজের ছাত্রলীগ চত্বর থেকে কলেজের একাদশ শ্রেণি শাখা ছাত্রলীগের আয়োজনে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে একটি অভ্যর্থনা মিছিল কলেজ প্রাঙ্গন ঘুরে ছাত্রলীগ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা ছাত্রলীগের সভাপতি সব্যসাচী রায় ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মানিক।
ডোমার সরকারি কলেজের একাদশ শ্রেণি শাখার সভাপতি মো. বাঁধন রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কাওছার ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বপন রহমান, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ নেতা মো. সিহাব হাচান শাসন প্রমূখ সহ কলেজ ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভায় ডোমার সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে স্বাগত জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্রসংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’- এ যোগদান করার আহ্বান জানান বক্তারা।
পত্রিকা একাত্তর/রিশাদ
আপনার মতামত লিখুন :