হারানো গণতন্ত্র ফিরে পেতে চট্টগ্রামের সমাবেশ সফল করুন: মাহবুবের রহমান


জেলা প্রতিনিধি, চট্রগ্রাম প্রকাশের সময় : ৩০/০১/২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ /
হারানো গণতন্ত্র ফিরে পেতে চট্টগ্রামের সমাবেশ সফল করুন: মাহবুবের রহমান

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেছেন, ৪ ফেব্রুয়ারী চট্টগ্রামে বিভাগীয় বিএনপি যে সমাবেশ ডেকেছে, তাতে কেবল চট্টগ্রাম নয়, সারাদেশের মানুষের চোখ থাকবে। হারানো গণতন্ত্র ফিরে পেতে চাইলে যেকোনো মূল্যে এই সমাবেশ সফল করতে হবে। মামলা হামলা গ্রেপ্তার উপেক্ষা করে আমাদের প্রস্তুতি নিতে হবে। নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের আন্দোলন বেগবান করতে হবে। এখন শুধু তারেক রহমান বা বিএনপির অস্তিত্বের প্রশ্ন নয়, আজকে গোটা জাতির জন্য অস্তিত্বের লড়াই। তাই সবার প্রচেষ্টায় চট্টগ্রামে ৪ ফেব্রুয়ারী বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে বান্দরবান বাস ষ্টেশনস্থ দি গ্রান্ড হোটেলের হল রুমে আগামী ৪ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বান্দরবান জেলা বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মা ম্যা চিং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা বাবু লুসাই মং।

পরে বিকালে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, ক্ষমতায় এলেই আওয়ামী লীগ লুটপাট করে। তারা ভয় দেখিয়ে শাসন করে। তারা জনগণের সঙ্গে প্রতারণা করে। এখন সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা আজ বিপন্ন। আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো. শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্নার পরিচালনায় বক্তব্য রাখেন সি. সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী সহ নেতৃবৃন্দ।

এসময় মাহবুবের রহমান শামীম বলেন, সারা দেশে মানুষ এখন জেগে উঠেছে। বিগত বিভাগীয় সমাবেশগুলোতে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে। নদী সাঁতরে, হেঁটে, সাইকেলে চড়ে, চিড়া-মুড়ি গুড় নিয়ে সমাবেশে অংশ নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনে শরিক হয়েছিলেন।

পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন