patrika71 Logo
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. কবিতা
 10. করোনাভাইরাস
 11. কৃষি
 12. খেলাধুলা
 13. চাকরী
 14. জাতীয়
 15. টেকনোলজি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি পৌর পরিষদের শপথ গ্রহণ

পত্রিকা একাত্তর ডেস্ক
জুলাই ১৫, ২০২১ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ পাঠ করিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। বৃহস্পতিবার বিকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক।

যারা শপথ গ্রহণ করেন তারা হলেন মেয়র আলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার, কাউন্সলর ০১ নং ওয়ার্ডে রেজাউল করিম জাকির, ২ নং ওয়ার্ডে হাফিজ আল মাহমুদ, ৩নং ওয়ার্ডে শাহ মো. আল আমীন, ৪নং ওয়ার্ডে মো. কামাল শরীফ, ৫নং ওয়ার্ডে তরুন কর্মকার, ৬ নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস, ৭ নং ওয়ার্ডে মো. হুমায়ুন কবীর খান, ০৮ নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান হাবিল, ৯নং ওয়ার্ডে মো. হুমায়ুন কবির সাগর, সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর তাসলিমা বেগম, সাবিনা ইয়াসমিন ও মালা বেগম।

শপথ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম. সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, কোষাধ্যক্ষ মুনিরুল ইসলাম তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আককাস সিকদার, সাবেক সভাপতি মু. আব্দুর রশীদ, প্রেসক্লাব সদস্য দিবস তালুকদার ও জহিরুল ইসলাম জলিল উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মেয়র কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

স্টাফ রিপোর্টারঃ নবীন মাহমুদ