জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ভাগ্নে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
রোববার (৪ঠা ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় উপজেলা এবং পৌর যুবলীগের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আসাদুজ্জামান রাসেল, মো. রিফাত হাসান সৌরভ প্রমূখ।
শেখ ফজলুল হক মনি’র স্মরণে আলোচনা সভা শেষে তাঁর ও তাঁর পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ