patrika71
ঢাকাসোমবার - ৫ ডিসেম্বর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪তম জন্মবার্ষিকী পালন

উপজেলা প্রতিনিধি, ডোমার
ডিসেম্বর ৫, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ভাগ্নে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

রোববার (৪ঠা ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় উপজেলা এবং পৌর যুবলীগের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ কুমার আগরওয়ালা, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আসাদুজ্জামান রাসেল, মো. রিফাত হাসান সৌরভ প্রমূখ।

শেখ ফজলুল হক মনি’র স্মরণে আলোচনা সভা শেষে তাঁর ও তাঁর পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ