বাবার ইচ্ছা
-এম জেড রহমান
আমার জারা বড় হয়ে বড় ডাক্তার হবে,
গরীব দুঃখির চিকিৎসা বিনা পয়সায় দেবে।
বাবার দোয়া তুমি খোঁদা শুনবে সারাক্ষন,
আমি তোমায় স্বরন করি সর্বক্ষনি যেন।
বাবার দোয়া বিফলে যায়না ছেলে-মেয়ের জন্য
খোদা তুমি মনের খবর সারাক্ষনি জান,
আমার দোয়া কবুল করে আমায় ধন্য কর।
খোদা তুমি শক্তি দিও, জারা মনিকে,
বাবা-মায়ের ইচ্ছা যেন পূরণ করে সে।
ভাই-ভাবীকে নিয়ে জারা অনেক সুখে থাকবে,
বাবা-মায়ের ইচ্ছা খোঁদা তুমি পূরণ করবে।
এ সমাজ যে তাকিয়ে আছে জারা মনির দিকে,
জারামনি বড় হয়ে সমাজকে অনেক কিছু দিবে।
সততা আর আদর্শে বড় হবে আমার জারা মনি,
গরীব দুখির কষ্টে কাতর, আমার সোনা’ মনি।
আলোর প্রদীপ হাতে নিয়ে আলো বিলিয়ে দিবে,
জারা মনির আলোয় মানুষ আলোকিত হবে।
বাবার ইচ্ছা অনেক বড়, তুমি অনেক বড় হবে,
বাবার ইচ্ছা পূরন করে, বাবাকে ধন্য করবে।
খোদার সৃষ্টি দেখে জারা, খোদাকে স্মরণ করবে,
খোদার ইচ্ছায় আমার জারা, অনেক বড় হবে।