রূপের বাংলা
মিজানুর রহমান মামুন
রূপে গুনে দেখতে আমার
বাংলা সবার সেরা
সবুজে সবুজে ভরে আছে
রূপসী বাংলা ঘেরা।
এমন দেশটি নেই কোথাও
শাপলা শালুকে ভরা
ধানের ক্ষেতে দিচ্ছে মায়ে
বিশাল খড়ের পাড়া।
ছুটছে রাখাল ক্ষেতের মাঠে
লাঙ্গল কাধে কৃষান
গাঁয়ের মাঝি নৌকা—বুঝাই
তুলেছে নতুন ধান।
কিচিরমিচির পাখির ডাকে
জেগে উঠে সকাল
ক্ষেতের মাঠে ছুটছে কৃষাণ
ধরছে চাষের হাল।
রূপে গুনে এমন—বসুন্ধরা
কোথায় খুঁজে নাই
দেখলে দু’চোখ জুড়ায় প্রাণ
প্রকৃতির সাঁজ পাই।
পত্রিকা একাত্তর/ আবু তালেব