আলীকদমে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে


জেলা প্রতিনিধি, বান্দরবান প্রকাশের সময় : ০৫/১১/২০২২, ৫:১০ অপরাহ্ণ / ৮১
আলীকদমে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

বঙ্গবন্ধু দর্শন সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্যে ৫১তম জাতীয় সমবায় দিবস -২০২২ইং উপলক্ষে বান্দরবান আলীকদমে র‌্যাল‌ি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ শনিবার ০৫ নবেম্বর ২০২২ইং সকাল ১০ ঘটিকায় আলীকদম উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সমবাই কার্যলয়ের আয়োজনে ৫১তম সমবাই দিবস উপলক্ষে সকালে পরিষদ চত্তর হতে র‌্যাল‌ি বের হয়ে উপজেলার প্রধান সড়ক পদক্ষিণ করে পুণরায় একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মেহরুবা ইসলাম এর সভাপতিত্বে ইনস্ট্রাকটর আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য জনাব দুংরি মং মারমা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভার-সভাতি জনাব জামাল উদ্দিন (এমএ), আলীকদম উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, আলীকদম থানার তদন্ত (ওসি) জনাব মোজাফফর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা মুক্তি যুদ্ধা আবদুল মান্নানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিসহ উপজেলার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ।

পত্রিকা একাত্তর / জমির উদ্দিন