বরিশাল বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আজ (৫ নভেম্বর) শনিবার সকালে ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজল চন্দ্র শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম (মিনু), উপজেলা সমবায় অফিসার মো. এনামুল হক, সাংবাদিক জাকির জমাদ্দার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় এর আওতাধীন সকল সমবায় সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ আরও অনেকে।
সকাল ১০ ঘটিকায় র্যালি অনুষ্ঠিত হয়, র্যালি শেষে জাতীয় পতাকা উত্তলন করেন। এর পর ধারাবাহিক ভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান পরিচালিত হয়ে ও শ্রেষ্ঠ সমবায় সংগঠনকে পুরুকিত করা হয়।
পত্রিকা একাত্তর / ইমাম হোসেন রিদয়