patrika71
ঢাকাশনিবার - ৫ নভেম্বর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন

উপজেলা প্রতিনিধি, নড়াইল
নভেম্বর ৫, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাহাম্মদ হাবিবুর রহমান।

জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাহাম্মদ হাবিবুর রহমান।

জেলা সমবায় অফিসার মোঃ আসলাম আলী ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সমবায় সমিতির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৫টি সফল সমবায়ী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ।

পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু