“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ৯টায় নওগাঁর সাপাহারে ৫১তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি পালনে ওই দিন সকালে উপজেলা পরিষদ ও সমবায় অফিসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এর পর সাপাহার উপজেলা প্রসাশন ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ্ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমবায় দিবস ও বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন শীর্ষক প্রতিপাদ্যের উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সাপাহার থানার ওসি তদন্ত হাবিবুর রহমান, অনুষ্ঠানে সমবায়ী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা সমবায় অফিসার (অ:দা:) মো: রফিকুল ইসলাম। এসময় উপজেলার শত শত সমবায়ী নারী পুরুষ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর / তোফায়েল আহমেদ
আপনার মতামত লিখুন :